October 24, 2025, 9:48 am

ইট শ্রমিকের ছেলে হলো শ্রেষ্ঠ অভিনেতা

Reporter Name 247 View
Update : Thursday, December 9, 2021

বাবা কাজ করেন ইটভাটায় আর মা গৃহিণী। এমন সংসারের ছেলে আরিফ শেখ। শ্যামবর্ণের ছেলেটির বয়স মাত্র নয় বছর। ভারতের পশ্চিমবঙ্গের অজপাড়াগায়ের এই ছেলেটিই পেল গ্রিসের শ্রেষ্ঠ অভিনেতার খেতাব।

আরিফের পরিবারের কেউ কোনদিন স্কুলের মুখ দেখেনি। আরিফের ইচ্ছে ছিল সে অভিনয় করবে। সেই ইচ্ছে এবার থামল গিয়ে সুদূর গ্রিসে। নাম উজ্জ্বল হল পরিবারের।

পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের সিনেমা দোস্তজিতে অভিনয় করেই আরিফের বিদেশ গমন। ওই সিনেমার মাধ্যমেই আরিফ পেল ২৪ তম অলিম্পিয়া চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ চাইল্ড পারফরম্যান্স (ছেলে) ক্যাটাগরিতে সেরার খেতাব।

দোস্তজি সিনেমার গল্পে উঠে এসেছে মুর্শিদাবাদের ডোমকল গ্রামের দুই ছেলের নিষ্পাপ বন্ধুত্ব। যুক্ত হয়েছে বাবরি মসজিদ ধ্বংস ও ১৯৯৩ সালে মুম্বাই হামলার গল্পও। সিনেমাটি আরিফের নাম সফিকুল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর