August 12, 2025, 12:44 am

জাপানের ওসাকায় ভবনে আগুন, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক 159 View
Update : Friday, December 17, 2021

জাপানের ওসাকা মহানগরীতে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ওসাকা স্টেডিয়ামের পাশে ওই ভবনটিতে আগুন লাগে। খবর জাপান টাইমসের।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ২০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ার পর ১০টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। উদ্ধার করা ২৮ বাসিন্দার মধ্যে ২৭ জনেরই মৃত্যু হয়েছে। বাকি একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাশের একটি রেস্তোরাঁয় অবস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, বাহিরের দিকে তাকিয়ে দেখি ওই ভবনের চতুর্থ তলায় কমলা রঙের শিখা জ্বলছে। মুহূর্তেই দেখলাম, ষষ্ঠ তলার জানালা দিয়ে একজন নারী হাত নেড়ে সাহায্য চাইছে।

ওই রেস্তোরাঁয় কর্মরত অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রচুর ধোঁয়া হয়েছে। ঘটনাস্থলে প্রচুর ফায়ার ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছিল। একপর্যায়ে আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস বিভাগ। তবে একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রচুর কালো লক্ষ্য করেছি। পাশাপাশি ধোঁয়ার গন্ধ খুবই বিদঘুটে ছিল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর