August 12, 2025, 3:55 am

মার্চে মিলবে ফাইজারের তৈরি ওমিক্রনের টিকা

স্বাস্থ্য ডেস্ক: 119 View
Update : Friday, January 14, 2022

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে লক্ষ্য করে বিশেষভাবে তৈরি টিকা মার্চের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা। স্থানীয় সময় সোমবার সিএনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ফাইজার এরই মধ্যে ওমিক্রন থেকে সুরক্ষাদানকারী টিকাটির উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন সিইও অ্যালবার্ট বোরলা।

তিনি বলেন, ‘মার্চেই এই টিকা প্রস্তুত হয়ে যাবে। আমরা এখন নিজেদের ঝুঁকিতে একটা পরিমাণ টিকা উৎপাদন করছি।’

অ্যালবার্ট বোরলা আরও বলেন, দেখা গেছে, বর্তমান টিকায় তৃতীয় ডোজ নিয়েও ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা মিলছে না।

ফাইজার আশা করছে, ১০০ দিনের মধ্যে ফাইজার বিশেষভাবে ওমিক্রনের জন্য তৈরি টিকাটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে উৎপাদন করতে পারবে।

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে করোনায় আক্রান্তদের মধ্যে ওমিক্রন ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ড. অ্যান্থনি ফসি গত ডিসেম্বরেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রে প্রধান ভ্যারিয়্যান্ট হতে যাচ্ছে ওমিক্রন। এজন্য ওমিক্রন-বিশেষায়িত টিকা প্রয়োজন, সেকথা বলেননি তিনি। তবে বুস্টার ডোজ নেওয়ার প্রতি গুরুত্বারোপ করে আসছেন ড. ফসি।

সম্প্রতি যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার এক গবেষণায় দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত উপসর্গ সংবলিত কোভিড-১৯ রোগীর সুরক্ষায় বুস্টার ডোজ ৭৫ শতাংশ পর্যন্ত কার্যকর।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর