August 21, 2025, 10:05 pm

নিয়ন্ত্রণ হারিয়ে চারশ মিটার গভীর খাদে বাস, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: 181 View
Update : Sunday, January 30, 2022

বলিভিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চারশ মিটার গভীর খাদে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন যানটির চালকসহ কয়েকজন। দেশটির কেন্দ্রীয় কোচাবাম্বা বিভাগে যাওয়ার পথে শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন সেই সংখ্যাটা জানা যায়নি। তবে দুর্ঘটনার বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি করা আহত লোকজনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বলিভিয়ার ট্রাফিক ডিপার্টমেন্টের প্রধান রেনসো এলউইস মের্কাডো বলেন, বেঁচে যাওয়া কয়েকজনের মধ্যে চালকও ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন মের্কাডো। তিনি বলেন, বেঁচে যাওয়া বাসের চালক তাদের তদন্তে অনেক সাহায্য করতে পারবেন।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন শিশুও ছিল এবং অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বলিভিয়ার জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্যমতে ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় এক হাজার ৯৬ জন মারা গেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর