October 27, 2025, 11:36 pm

২৮ নাবিককে রোমানিয়ায় নেয়ার প্রক্রিয়া চলছে

নিউজ ডেস্ক: 161 View
Update : Saturday, March 5, 2022

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’–এর ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিহত তৃতীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান মরদেহও নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) জাহাজটি থেকে নাবিকদের ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে নিরাপদ একটি স্থানে স্থানান্তর করা হয়। সেখান থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সবাইকে নেওয়ার কথা ছিল।

গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে রাখা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজের তৃতীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান নিহত হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর