August 21, 2025, 10:06 pm

সৌদি আরবে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক 201 View
Update : Sunday, March 13, 2022

সৌদি আরবে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মৃত্যুদণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্য এবং বিপথগামী বিশ্বাস। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) আজ শনিবার একথা জানিয়েছে।

তবে তাদের মধ্যে সাতজন ইয়েমেনি এবং একজন সিরীয় নাগরিক রয়েছে। সৌদি আরবের আধুনিক যুগের ইতিহাসে রাজ্যটিতে এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা।

মৃত্যুদণ্ডের সংখ্যা ২০২০ সালে ২৭টি এবং ২০২১ সালের ৬৭টি কেও ছাপিয়ে গেছে।

এসপিএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে বলেছে, ‘ওই ব্যক্তিরা নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের হত্যাসহ বিভিন্ন অপরাধে দোষীসাব্যস্ত হয়েছিল। ’ এতে আরো বলা হয়, ‘এই ব্যক্তিদের করা অপরাধের মধ্যে রয়েছে আইএস, আল-কায়েদা এবং হুতি বাহিনীর মতো বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্যের অঙ্গীকার করা। ’

এসপিএ-র তথ্য অনুসারে, দণ্ডিতদের কেউ কেউ ‘সন্ত্রাসী সংগঠনে’ যোগ দেওয়ার জন্য ‘সংঘাতপূর্ণ অঞ্চলে’ গিয়েছিলেন। সূত্র: আল জাজিরা


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর