August 4, 2025, 4:28 pm

বনানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক: 191 View
Update : Friday, April 29, 2022

রাজধানী বনানী ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আবির। তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আবিরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী নাজমুল হক বলেন, বৃহস্পতিবার রাতে ট্রেন আসার আগে রেলক্রসিংয়ের দুই পাশে বার দিয়ে গাড়ি আটকানো ছিল। আবির সেই বারের ফাঁক দিয়ে রেললাইন অতিক্রম করে গন্তব্যে যেতে চেয়েছিলেন। সে সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

তিনি আরও জানান, ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর