August 21, 2025, 10:06 pm

আল কায়েদা জঙ্গি সন্দেহে আসামে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক - 175 View
Update : Monday, August 22, 2022

ভারতের পশ্চিমবঙ্গের পর এবার আসাম থেকেও আল কায়েদা জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার আসামের গোয়ালপাড়া জেলা থেকে বাংলাদেশভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত গ্রেপ্তার দুই ব্যক্তির আল কায়েদার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে আসাম পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে বেশ কিছু নথি, বই, পোস্টার, মোবাইল ফোন, সিম কার্ড, পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

গোয়ালপাড়ার পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডি জানিয়েছেন, ‘সন্দেহভাজন দুই জঙ্গি বাংলাদেশ থেকে আসা জিহাদিদের সমর্থন ও আশ্রয় দিয়েছিল।’

সন্দেহভাজন দুই ব্যক্তি আব্দুস সুবহান এবং জালালউদ্দিন শেখ দুজনেই গোয়ালপাড়ার একটি স্থানীয় মসজিদের ইমাম।

জুলাইয়ে আসামের বরপেটা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আব্বাসকে গ্রেপ্তার করা হয়। আব্বাস পুলিশি জেরার মুখে আব্দুস সুবহান ও জালালউদ্দিন শেখের বিষয়টি জানান। সেই তথ্যের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত কয়েক দিনে আসামের বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে উগ্রবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

এদের প্রত্যেকেই বাংলাদেশভিত্তিক জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছে আসাম পুলিশ।

এর আগে আল কায়েদা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহে আব্দুর রাকিব সরকার ওরফে হাবিবুল্লাহ ওরফে হাবিব এবং কাজী আহসানুল্লাহকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে সম্প্রতি গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

রাজ্যের বিভিন্ন জেলায় জঙ্গি নেটওয়ার্ক তৈরির চেষ্টায় ছিল বলে আটককৃতদের জেরায় জানতে পেরেছেন বলে দাবি করেছিলেন এসটিএফের তদন্তকারীরা। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ১৭ জনকে শনাক্ত করেছে এসটিএফ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর