August 7, 2025, 12:51 am

মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় উত্তরা প্রেসক্লাবের ভাংচুর ও পরিবারের উপর হামলা

আলী হোসেন (শ্যামল) 186 View
Update : Tuesday, August 30, 2022

মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় উত্তরা প্রেসক্লাবে ভাংচুর সহ উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খানের পরিবারের উপর হামলা চালায় তারই মেজো ভাই রাজীব হাসান (৩৪)।

সোমবার রাত ১০ টার দিকে উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের নিকট তার ছোট ভাই রাজীবের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি করার অভিযোগ আসলে সভাপতি তার মেজো ভাই রাজীবকে ডেকে বিষয়টি জিজ্ঞেস করলে বিষয়টি অস্বীকার করে রাজীব খারাপ আচরন করতে থাকে এবং হুমকি দিয়ে বলে আমার যা ইচ্ছে আমি তাই করবো। তুই বড় সাংবাদিক হয়ে গেছোস বেশি করলে তোর ঘরের সবাইকে গুলি করে মেরে ফেলবো এবং ক্লাব ভেঙ্গে ফেলবো দেখি তুই কিভাবে সাংবাদিকতা করিস। এরি ধারাবাহিকতায় রাজীব বাসায় চলে গিয়ে পরিবারের সবাইকে মারধর করে এবং তার সাথে দুই সঙ্গী মিলন এবং রাহিমকে সাথে নিয়ে ক্লাবঘর ভাংচুর করে।

জানা যায়, মাদক ব্যবসায়ী রাজীব সহ মিলন, রাহিম,জাহাঙ্গীর,সুজন দলিপাড়া এবং বাউনিয়া এলাকায় বহুদিন যাবৎ মাদক সেবন, মাদক বিক্রি সহ ছিনতাই করে আসছে। পরিবারের পক্ষ থেকে তুরাগ থানা পুলিশকে বারবার অবহিত করলেও তুরাগ থানা পুলিশের কিছু সদস্য তাকে তাদের সোর্স হিসেবে ব্যবহার করে তাকে আটক না করে ছেড়ে দেয়।

উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি রাসেল খান বলেন, মাদক সেবন এবং বিক্রি করার অভিযোগে তাকে শাসন করলে সে রাত ১২ টার দিকে বাসায় আসে আমার পরিবারের সকলের সঙ্গে খারাপ আচন কারে এবং আমার দুই মেয়ে রাইসা আক্তার রিস্তা (১১) এবং আনিশা খান রিমঝিম (২) সহ আমার স্ত্রী শাহানাজ আক্তার(২৭) কে মারধর করে গুরুতর আহত করে।
ঘটনার পর পর তুরাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয় এবং এ ঘটনায় তুরাগ থানায় পরিবারে পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর