August 2, 2025, 4:36 am

এবার নর্থ সাউথে রাজনীতি নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট- 190 View
Update : Wednesday, September 7, 2022

বিশ্ববিদ্যালটিতে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষ। সেই সঙ্গেে আরও বলেছে, ক্যাম্পাসের ভেতরে কোনো রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না। নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম ও লোগোও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার করা যাবে না।

ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার (১-২ সেপ্টেম্বর) সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক, নর্থ সাউথ, ইনডিপেনডেন্ট, ইস্ট ওয়েস্টসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করে ছাত্রলীগ।

পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এর মধ্যেই রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘অনেকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অবস্থান জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাসকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এবং এর উদ্দেশ্য ও লক্ষ্যের সাথে সংহতি প্রকাশ করছে। এনএসইউ পাঠ্যক্রম ও পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের মাধ্যমে ছাত্র রাজনীতির মূল্যবোধের প্রতি সহনশীলতা ও সম্মান জানায়।’

এতে আরও বলা হয়, ‘মূলত, এনএসইউ একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বমানের শিক্ষা প্রদান ও গবেষণা সংস্থা হিসেবে পরিচিত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই। তবে এনএসইউ-এর যে কোনো শিক্ষার্থীর ক্যাম্পাসের বাইরে নিজ রাজনৈতিক মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম ও লোগো বিশ্ববিদ্যালয়ের নিজ সম্পত্তি। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর