November 17, 2025, 1:06 am

এবার অক্ষয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেণ রাভিনা

Reporter Name 219 View
Update : Tuesday, October 2, 2018
এবার অক্ষয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেণ রাভিনা

নানা পাটেকরের মতো নামী তারকার বিরুদ্ধে যৌন হেনস্থা ও ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তুলে সম্প্রতি আলোচনায় এসেছেন তনুশ্রী দত্ত। এবার সেই দলে যোগ দিলেন বলিউডের আরেক অভিনেত্রী রাভিনা।

এক টুইট বার্তায় অভিনেত্রী লিখেছেন, ‘কর্মক্ষেত্রে হেনস্থা হওয়া ঠিক কাকে বলে? এই ইন্ডাস্ট্রিতে বহু স্ত্রী/প্রেমিকারা নীরব দর্শক বা প্ররোচকের মতো। তাদের স্বামীরা অন্য অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করা হয়ে গেলে তাদের ক্যারিয়ার ধ্বংস করেন। এরপর নতুন কাউকে নিশানা করেন।’

Image result for akshay raveena

অনেকেই বলাবলি করছেন, অক্ষয়ের স্ত্রী টুইংকেলকে উদ্দেশ্য করেই রাভিনার এই টুইট। কারণ একটা সময় রাভিনার সঙ্গে অক্ষয়ের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

রাভিনা একাই নন। বিভিন্ন সময়ে অক্ষয়ের সঙ্গে একাধিক নারীর নাম শোনা গিয়েছে। এদিকে বলিউডের একটা অংশ মনে করছে যদি নামী অভিনেতারা কাস্টিং কাউচের বিরুদ্ধে সোচ্চার হন তাহলে হয়তো এ ধরনের ঘটনা অনেকটাই কমে যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর