August 26, 2025, 12:24 pm

তুরাগের আহালিয়ায় ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো বড় বউ 

আলী হোসেন (শ্যামল) 240 View
Update : Monday, October 17, 2022

রাজধানীর তুরাগ থানাধীন আহালিয়ায় ২য় বিয়ে করার জেরে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে স্বামী ফারুকের লিঙ্গ কেটে দেয় স্ত্রী আমেনা বেগম। ১৫ ই অক্টোবর শনিবার আনুমানিক রাত ৩ ঘটিকায় আহালিয়ায় বুলবুলের বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। জানা যায় ভুক্তভুগী ফারুক পেশায় একজন ড্রাইভার।

প্রথম স্ত্রীর ঘরে বিয়ের ১৭ বছরেও কোনো বাচ্চা না হওয়ায় ৩ মাস আগে ২য় স্ত্রী রিমা আক্তার কে বিয়ে করে ভুক্তভোগী ফারুক। ২য় স্ত্রী রিমা আক্তার টঙ্গীর মাজুখানে থাকতেন। ঘটনার দিন রাতে ভুক্তভুগী ফারুকের ১ম স্ত্রী আমেনা মিথ্যা কথা বলে ২য় স্ত্রী রিমা আক্তারকে আহালিয়া নিজেদের বাসায় নিয়ে আসে,  এবং ২ স্ত্রী সহ ফারুক এবং পরিবারের অন্যান্য সবাই মিলে রাতে খাওয়া শেষে গল্প-আড্ডা করে যার যার ঘরে ঘুমাতে চলে যায়।

রাতে ভুক্তভুগী ফারুক তার ২ স্ত্রী আমেনা এবং রিমাকে নিয়ে এক রুমে থাকেন,  রাতের এক পর্যায়ে স্বামী ও ২য় স্ত্রী রিমা ঘুমিয়ে গেলে ১ম স্ত্রী আমেনা ফল কাটার ছুরি দিয়ে স্বামী ফারুকের লিঙ্গ কেটে দেয়, পরে বাহিরে থেকে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়।

হটাৎ ফারুকের চিৎকার শুনে তার পাশে শুয়ে থাকা ২য় স্ত্রী রিমা ঘুম থেকে উঠে পড়ে এবং পরিবারের সবাইকে ফোন করে তার ভাইকে ডেকে আনে। তৎক্ষণাৎ সবাই এসে দেখে রক্ত মাখা অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে ফারুক। পরবর্তীতে স্বজনেরা ভুক্তভুগী ফারুককে উত্তরা লুবানা হসপিটালে নিয়ে যায়, কিন্তু ফারুককে লুবনা থেকে  গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

আরো জানা যায়, ভুক্তভুগী ফারুকের সাথে ১ম স্ত্রী আমেনার প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন রাতেও তাদের স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক ঘটে

এ বিষয়ে ভুক্তভুগী ভাই নিজাম উদ্দিন নিজে বাদী হয়ে তুরাগ থানায় ধারালো চাকু দ্বারা জখম ও হত্যার চেষ্টার অপরাধে ৩২৬/৩০৭ পেনাল কোড ধারায় একটি মামলা দায়ের করেন, যাহার নং ১৯।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর