August 7, 2025, 12:48 am

গুলশানে ১৬৮ বোতল বিদেশী মদসহ মাদক চক্রের মূলহোতা নয়ন গ্রেফতার : প্রাইভেটকার জব্দ

আলী হোসেন (শ্যামল) 202 View
Update : Thursday, October 20, 2022

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ নয়ন হাসান (৪৪)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এসময় তার নিকট থেকে ১৬৮ বোতল বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত মাদকের বর্তামান বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেফতারকৃত নয়ন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সন্মান্দী গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র। আজ দুপুরে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেনেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর গুলশান থানা এলাকায় গোপনে অভিযান চালায়। অভিযানকালে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারে ভর্তি বিদেশি মদসহ মোঃ নয়ন হাসান (৪৪) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে।

এসময় তার নিকট তল্লাশি চালিয়ে ১৬৮ বোতল বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এদিকে, আজ র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার ফারজানা হক জানান, গ্রেফতারকৃত নয়ন হাসান সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা। সে

দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।

তিনি আর জানান, নয়নের বিরুদ্ধে রাজধানীর মুগদা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থানায় অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে। এছাড়া এঘটনায় তার বিরুদ্ধে আজ শুক্রবার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর