August 7, 2025, 12:50 am

ফুলবাড়িয়ায় ছুড়িকাঘাতে প্রাণ গেল যুবকের

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ 171 View
Update : Sunday, October 30, 2022

ময়মনসিংহের ফুলবাড়িয়ার ছুড়িকাঘাতে হাসান মামুন নামে প্রাণ গেল এক যুবকের। নিহত মামুন হাসান উপজেলার আসিম ইউনিয়নের রামনগর গ্রামের আবদুল ভাইয়ের ছেলে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ী গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত শাকিল একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে ।

জানা যায়, শনিবার (২৯ অক্টোবর ) রাতে হুরবাড়ি গ্রামে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিল মামুনের বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এ সময় মামুনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন হত্যাকাণ্ডের ঘটনায় এক জনকে গেগ্রপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর