August 3, 2025, 8:07 pm

সাকিবের ঢাকা ডায়নামাইটস ধরে রাখলো যাদের

Reporter Name 145 View
Update : Tuesday, October 2, 2018
সাকিবের ঢাকা ডায়নামাইটস ধরে রাখলো যাদের

বিপিএলে সবচেয়ে সফল দল ঢাকা ডায়নামাইটস। সর্বোচ্চ সংখ্যক ট্রফি জিতেছে ফ্রাঞ্চাইজিটি। জাতীয় টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি ইতোমধ্যে রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে। যেখানে আগামী সিজনের জন্য সাকিব ছাড়াও পেসার আবু হায়দার রনিকে ধরে রেখে ফ্রাঞ্চাইজিটি।যদিও বাদবাকি দুইজনের নাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ তারকা লুইস ও নারিনকে ভিড়াতে পারে দলটি।

এদিকে রংপুর ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজির ছয়টি নির্ধারিত সময়ের মধ্যেই চারজন করে খেলোয়াড়ের তালিকা দিয়ে দিয়েছে। তবে চিটাগং ভাইকিংস তাদের খেলোয়াড়দের তালিকায় দেয়নি। কারণ তারা এবারের আসরে অংশ নিচ্ছে না দলটি।

প্রসঙ্গত, ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।

গত ২৯ জুলাই সিদ্ধান্ত হয়, ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। ৩৫ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। একই সময়ে হবে বিগ ব্যাশের অষ্টম আসর। এ ছাড়া বছরের শুরুতেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি। বিপিএলে তাই মানসম্মত বিদেশি ক্রিকেটার না পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর