August 5, 2025, 2:06 am

ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় নারী নিহত

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ 302 View
Update : Saturday, February 18, 2023

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই নারী উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি বাস অজ্ঞাতনামা ওই নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে থানা-পুলিশ নিহত নারীর লাশটি উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, দুর্ঘটনায় নিহত নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর