August 31, 2025, 11:44 am

স্পেনের গোল উৎসবের রাতে ইয়ামালের ইতিহাস

Reporter Name 230 View
Update : Saturday, September 9, 2023

ইউরো বাছাইয়ে গতকাল রাতটা ছিল গোল উৎসবের। তার মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়টা ছিল স্পেনের। জর্জিয়াকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লা রোহারা।

অবশ্য স্প্যানিশদের গোল উৎসবের রাতে রেকর্ড বইয়ে নাম তুলেছেন লামিনে ইয়ামাল। ৭৪ মিনিটে স্পেনের সপ্তম গোলটি করে দেশটির হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা ও খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন তিনি। বার্সেলোনা টিনএজারের বয়স ১৬ বছর ৫৭ দিন।

পুরো ম্যাচে রাজত্ব করা স্পেনের হয়ে শুরুতেই ২২ মিনিটে জাল কাঁপান মোরাতা। ৪০, ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিকও করেছেন তিনি। মাঝে ২৭ মিনিটে জর্জিয়ার আত্মঘাতী গোল ও ৩৮ মিনিটে ওলমোর গোল ব্যবধান বাড়াতে ভূমিকা রাখে।

ইয়ামাল ৪৩ মিনিট পর নিকোল উইলিয়ামসকে নিয়ে বেঞ্চ থেকে মাঠে নামেন। তারা চোটআক্রান্ত মার্কো আসেনসিও ও দানি ওলমোর বদলি হয়ে খেলতে নেমেই সুযোগটা কাজে লাগান। তার পর তো ৬৮ মিনিটে নিকো উইলিয়ামসের গোলের পর ৭৪ মিনিটে রেকর্ড বুকে নাম তুলেছেন ইয়ামাল।

এতদিন সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটা ছিল গাভির। ১৭ বছর ৬২ দিন নিয়ে স্পেনের হয়ে ২০২১ সালে অভিষেক করেছিলেন তিনি।

এপ্রিলে লা লিগায় বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু করে দারুণ ফর্মে আছেন ইয়ামাল। সর্বশেষ তিনটি ম্যাচেই কাতালানদের হয়ে শুরুর একাদশে নেমে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। এবার তো স্প্যানিশ দলেই আলো ছড়ালেন।

গোল উৎসবের রাতে স্পেনের ‘এ’ গ্রুপ থেকে ৩-০ ব্যবধানে সাইপ্রাসকে হারিয়েছে স্কটল্যান্ড। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। স্পেন ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। তাছাড়া ‘ডি’ গ্রুপে ক্রোয়েশিয়া ৫-০ গোলে লাতভিয়াকে বিধ্বস্ত করেছে। এদিকে, ‘জে’ গ্রুপ থেকে রোনালদোর দল পর্তুগাল ১-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর