August 5, 2025, 6:25 am

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসছে অক্টোবরে

Reporter Name 235 View
Update : Thursday, September 21, 2023

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা তা খতিয়ে দেখতে আগামী ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের আগাম পর্যবেক্ষক দল ঢাকা আসবে বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শীলার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিনিধি দলটি ৭-১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এতে ছয়জনের প্রতিনিধি দল থাকবে।

সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারী সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব গোষ্ঠীসহ সুশীল সমাজ সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়া সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে সাক্ষাত করবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর