August 7, 2025, 8:56 am

প্রতিদিন ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাতারবাড়িতে

Reporter Name 244 View
Update : Thursday, September 21, 2023

মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। গত ৩১ জুলাই থেকে এখানে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলক উৎপাদন করে আসছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

সচিব আরো জানান, বিদ্যুৎ কেন্দ্রটি আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর বাকি ৬০০ মেগাওয়াটও উৎপাদনে যাবে।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এসব কথা বলেন। এর আগে সকাল ১০ টায় চট্টগ্রাম থেকে নৌ পথে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের একটি জেটিতে পৌঁছেন।

পরিদর্শনকালে সচিব প্রকল্প পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে অগ্রগতির বিষয়ে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিদুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ ও কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর