August 11, 2025, 12:52 pm

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ১১ কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: 233 View
Update : Thursday, October 12, 2023

গাজা উপত্যকায় গত শনিবার থেকে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ১১ জন কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘের অর্থায়নে পরিচালিত একটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের পাঁচ সদস্যও নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনডব্লিউআরিএ) মুখপাত্র স্টিফেন দুজারিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‌‘গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ১১ জন ইউএনআরডব্লিউএ সহকর্মীকে হত্যা করা হয়েছে। এছাড়াও জাতিসংঘের শরণার্থী ও কর্ম সংস্থার ৩০ জন শিক্ষার্থী নিহত এবং আরও আটজন আহত হয়েছে। আমরা খুবই দুঃখিত।’

নিহত ওই ১১ কর্মীরা ফিলিস্তিনি বা বিদেশি কর্মী কি না তা নির্দিষ্ট করে বলেননি তিনি। তবে এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইউএনআরডব্লিউএ স্কুলের পাঁচজন শিক্ষক, একজন গাইনোকোলজিস্ট, একজন প্রকৌশলী, একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা এবং তিনজন সহায়তা কর্মী রয়েছেন।

স্টিফেন দুজারিক বলেন, ‘ইউএনআরডব্লিউএ কর্মীরা বাস্তুচ্যুতদের প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ২৪ ঘণ্টা কাজ করছে। তবে লোকের ভিড় বেশি হওয়ায় তাদের জন্য প্রয়োজনীয় খাবার, অন্যান্য মৌলিক জিনিস এবং পানীয় জলের সীমিত প্রাপ্যতা রয়েছে। কয়েকজন তাদের পরিবারের সাথে বাড়িতে নিহত হয়েছেন। ইউএনআরডব্লিউএ এই ক্ষতির জন্য শোক প্রকাশ করছে ‘

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) একটি পৃথক বিবৃতিতে বলেছে, তাদের পাঁচ সদস্যের চারজন গাজায় এবং একজন ইসরায়েলে নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স, সিএনএন, আনাদুলু এজেন্সি


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর