August 5, 2025, 6:26 am

ঢাকা শহর ১ মিনিট নীরব থাকবে রবিবার

Reporter Name 245 View
Update : Saturday, October 14, 2023

শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখতে শব্দসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহর রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত শব্দহীন কর্মসূচি পালন করা হবে।

এ প্রসঙ্গে শুক্রবার (১৩ অক্টোবর) মৌলভীবাজার জেলা স্কাউট ভবন সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, যখন বিদেশে যাই তখন আমরা শব্দদূষণ করি না। যখন ক্যান্টনমেন্ট এলাকায় যাই, তখনো শব্দদূষণ করি না। কিন্তু বাইরে গেলে আবার হর্ন বাজাই। শব্দদূষণের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ। তিনি বলেন, এক মিনিট বড় বিষয় নয়, বিষয়টি হলো একটি বার্তা দেওয়া। এটি যে একটি অপরাধ, সেই বার্তা দেওয়া।

সেদিন সংবাদ সম্মেলনে জানানো হয় শব্দসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘ শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’এই কর্মসূচি পালন করা হবে।

শব্দদূষণ কর্মসূচি সফল করতে ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন করা হবে। জায়গাগুলো হলো – ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরণি মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, কমলাপুর, বৌদ্ধমন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তা।

এসব এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানার, ফেস্টুনসহ উপস্থিত থেকে মানববন্ধন করবেন।

মানববন্ধন থেকে গাড়িচালকদের মধ্যে শব্দসচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হবে। তা ছাড়া ১০টা থেকে এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর