August 4, 2025, 11:25 am

ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

Reporter Name 175 View
Update : Wednesday, December 13, 2023

বিএনপির ডাকা ১১তম দফা অবরোধের শেষ দিন সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ২৭-এর ইবনে সিনা হাসপাতালের সামনে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম জানান, সকাল সোয়া ৯টার দিকে আমরা ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই। পরে ধানমন্ডি এলাকা থেকে আমাদের দুটি ইউনিট গিয়ে ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ছুটে গিয়ে ১২টা ৩৮ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

তার আগে সকাল ১০টার দিক গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাস দুর্বৃত্তের আগুনে পুড়ে যায়।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এসব কর্মসূচি পালন করছে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। হরতাল-অবরোধ কর্মসূচিকে ঘিরে ২৯ অক্টোবর থেকে বহু গাড়িতে আগুন দেওয়া হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর