August 5, 2025, 8:42 am

রুট পরিবর্তন করে ময়মনসিংহ যাচ্ছে ট্রেন

Reporter Name 178 View
Update : Wednesday, December 13, 2023

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার কারণে আপাতত ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো যেন নিরবচ্ছিন্নভাবে ঢাকা থেকে চলাচল করতে পারে সেজন্য রুট পরিবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে।

জানা গেছে, ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে দেখা যায়, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছে। ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি ছাড়েনি। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার (৩৪) সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছাড়েনি এবং জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেন ৪ নাম্বার প্ল্যাটফর্মের অবস্থান করছে। ট্রেনটি সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও ছাড়েনি।

রেললাইন কেটে ফেলায় বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজিব মিয়া গুরুতর আহত হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর