August 5, 2025, 10:46 am

টঙ্গীতে ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

Reporter Name 140 View
Update : Monday, December 25, 2023

গাজীপুরের টঙ্গীতে চট্টগ্রামগামী মালবাহী ওয়াগন ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপাতত ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি টঙ্গী তুরাগ নদীর ব্রিজে উঠার আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ট্রেনের ওয়াগনটি লাইনচ্যুত হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা জানান, এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মালবাহী রেলে মালামাল নষ্ট হতে পারে এবং এক কিলোমিটার লাইন বাঁকা হয়ে গেছে। তবে ঢাকা থেকে জয়দেবপুরমুখী ট্রেন চলাচল শুরু হতে সময় লাগবে।

তিনি আরও বলেন, টঙ্গী স্টেশন পার হওয়ার পর ব্রিজের পাশে ঢাকা অংশে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। লাইন মেরামত ও ট্রেন উদ্ধার কাজ চলমান রয়েছে। ট্রেন লাইন স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর