August 5, 2025, 10:46 am

নরসিংদীতে ডাকাতি মামলার ৭ আসামি গ্রেফতার

Reporter Name 168 View
Update : Monday, February 5, 2024

নরসিংদীর শিবপুরে ডাকাতি মামলার ৭ আসামিকে ১টি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় লুণ্ঠিত টাকার মধ্যে ৫ লাখ ২৩ হাজার টাকা ও ১৭.৫২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে রোববার নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতিতে জড়িত ৬ জন ও লুট করা মাল কেনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নরসিংদীর রায়পুরা থানার বটতলি খামারপাড়া এলাকার শেখ ফরিদ (৩৫), শিবপুর থানার নৌকাঘাটা এলাকার আবুল কাশেম (৪২), নরসিংদী সদর থানার চস্পকনগর এলাকার নূরুল ইসলাম (২৯), রায়পুরা থানার দড়িবালুয়াকান্দি এলাকার মোক্তার হোসেন (৪৪), চর-আড়ালিয়া এলাকার আল আমিন (২৯) ও নরসিংদী সদর থানার বকশালীপুরা এলাকার রাজিব (২২)। এছাড়া লুণ্ঠিত মালামাল ক্রয়ের দায়ে গ্রেফতার করা হয় পলাশ থানার ভাটপাড়াদিঘির পাড় এলাকার শিপন চন্দ্র সূত্রধরকে।

পুলিশ সুপার জানান, গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে শিবপুর থানার যশোর বাজার ইউনিয়নের দেবালেরটেক এলাকার হাজী মো. মেজবাহ উদ্দিন মেজুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের ডাকাত দলটি টিনসেড ঘরের বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় ৭ জন ডাকাত প্রবেশ করে গৃহকর্তার স্ত্রীকে ছুরি ও পাইপগান ধরে জিম্মি করে আলমারির তালা ভেঙে ১৯ লাখ লুট করে। এছাড়াও শরীরে থাকা স্বর্ণের গয়না ছাড়াও আলমারিতে রক্ষিত ১৭ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের প্রায় ১৬ ভরি স্বর্ণালংকারসহ ১টি বাটন মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতরা নগদ টাকাসহ মোট ৫৩ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী শিবপুর থানায় মামলা করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। জড়িত অন্য আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর