November 10, 2025, 6:02 am

নয়াদিল্লি সফরে মিয়ানমার পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name 188 View
Update : Tuesday, February 6, 2024

মিয়ানমা‌র সীমান্তের চলম‌ান প‌রি‌স্থি‌তি নয়াদি‌ল্লি সফরে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এদিন সকালে ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মায়ানমা‌র সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে তলব করে এই প্রতিবাদ জানানো হয়।

তিন দি‌নের সফ‌রে আজ নয়াদি‌ল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সফরে মিয়ানমা‌র প‌রি‌স্থি‌তি তোলা হবে কি না, এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারতে গিয়ে আমার সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা সার্বিক বিষয়গুলো আলোচনা করব। যেহেতু মায়ানমা‌র ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র, আবার আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র।’

আমরা সব সময় ভারতের সহযোগিতা চেয়ে এসেছি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মায়ানমা‌র থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে, তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। সুতরাং এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচনায় উঠবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর