উত্তরা ১১ নম্বর সেক্টরে কাঁচাবাজারে আগুন, পুড়েছে বহু দোকান ছাই

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অনেক দোকান পুড়ে ছাই হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানিয়েছেন, রাত ২টা ৫ মিনিটের জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে এর পাঁচ মিনিট পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। কাজ শেষে কয়েকটি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখন উত্তরা ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনে কোনও হতাহত হয়নি বলে জানান তিনি।
কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, জানতে চাইলে আলম হোসেন বলেন, তৎক্ষণাৎ কিছু জানা যায়নি। শুধু বেশ কয়েকটি দোকান পুড়েছে। এর নির্দিষ্ট সংখ্যাও এখন বলা যাবে না। অগ্নিনির্বাপণের কাজ শেষ করে তারপর এ বিষয়ে তদন্ত করে জানানো হবে।
আগুন লাগার খবরে সেখানে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।
একজন দোকানি জানিয়েছেন, রাতের বেলা তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুড়ে গেছে।
অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে তারা কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। কিন্তু এটি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বড় আকার ধারণ করে। এরপর দাউ দাউ করে সবকিছু জ্বলতে থাকে। ঘটনাস্থলে এক দোকানিকে আহাজারি করতে দেখা যায়। আরেক ফার্নিচার দোকানি দাবি করেছেন, তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দোকানের কোনো কিছু রক্ষা করতে পারেননি।