September 11, 2025, 10:59 am

ভারতের আগ্রাসনে পরাধীন অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে দেশ: চরমোনাই পীর

Reporter Name 140 View
Update : Saturday, March 30, 2024

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘বাংলাদেশের সীমান্ত ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। দেশ হয়তো স্বাধীন আছে, কিন্তু ধীরে ধীরে ভারতের আগ্রাসনের কারণে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার অবস্থা তৈরি হচ্ছে।’

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর পল্টনে একটি রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘বিএসএফ প্রতিনিয়ত দেশের বিভিন্ন সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করছে। এর প্রতিবাদ না করে সরকারের শীর্ষ নেতারা ভারত বন্দনায় ব্যস্ত। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ঢাকার অনুষ্ঠানে ভারতীয় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। বিরোধীদল ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। এতে ভারত যতটুকু না ক্ষিপ্ত, তার চেয়ে সরকার দলীয় লোকজন বেশি ক্ষিপ্ত। এটা ভালো লক্ষণ নয়।’

তিনি বলেন, ‘শাসকগোষ্ঠীর উন্নয়নের বুলি মিথ্যায় পর্যবসিত হয়েছে। উন্নয়নের জোয়ারে দেশ ভাসলেও সারা দেশে অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে। উন্নয়নের যে সব কথা শোনা যায় তা নির্দিষ্ট লোকজনের উপকারে কাজে আসছে। বিভিন্ন কলকারখানায় সামান্য অজুহাতে শ্রমিক হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।’ ঈদের আগেই শ্রমিকদের বকেয়া ও বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামালের পরিচালনায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর