August 5, 2025, 12:58 pm

মিডল্যান্ড ব্যাংকে ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করল আভিষ্কার ক্যাপিটাল

Reporter Name 148 View
Update : Tuesday, April 2, 2024

জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন উন্নয়ন ব্যাংক কভড-এর অংশীদারিত্বে প্রতিষ্ঠিত আভিষ্কার ক্যাপিটাল পঞ্চম বিনিয়োগ হিসেবে ইএসজি ফার্স্ট ফান্ড থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার মিডল্যান্ড ব্যাংকে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।

মিডল্যান্ড ব্যাংক এবং আভিষ্কার ক্যাপিটালের ইএসজি ফার্স্ট ফান্ড বাংলাদেশের আরএমজি এবং টেক্সটাইল ভ্যালু চেইনের মধ্যে বিশ্বব্যাপী ক্লায়েন্টদের ক্যাটারিং-এর মধ্যে ইএসজি-সম্মত ব্যবসায়কে সমর্থন করার জন্য নিবেদিত একটি অন-লেন্ডিং সুবিধা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছে।

এই উদ্যোগটি শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে নয় বরং সমর্থিত ঋণগ্রহীতাদের ইএসজি অনুশীলনগুলিকে উন্নত করার প্রচেষ্টাও করবে।

গত ২১ মার্চ (বৃহস্পতিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান এবং আভিষ্কার ক্যাপিটালের অংশীদার অভিষেক মিত্তাল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মো. জাভেদ তারেক খান, এসইভিপি এবং ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান, মো. জহিরুল ইসলাম, এসইভিপি এবং সিএফও খোন্দকার তৌফিক হোসেন এসইভিপি এবং আইডি প্রধান মারুফ হায়দার।

তাছাড়া, ইভিপি এবং হেড অব ইউনিট-০৩ ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগ, নাজমুল আহসান, ভিপি, ট্রেজারি বিভাগের প্রধান এবং আবিষ্কার ক্যাপিটালের কান্ট্রি হেড নাজমুল করিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর