November 10, 2025, 2:35 am

আগে দুর্নীতিবাজরা রাস্তার পাশদিয়ে হাঁটত এখন মাঝখান দিয়ে হাঁটে: দুদক চেয়ারম্যান

Reporter Name 162 View
Update : Wednesday, April 3, 2024

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ বলেছেন, ‘আগে দুর্নীতিবাজরা রাতের আঁধারে ঘর থেকে বের হয়ে মুখ লুকিয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটত। যাতে লোকজন তাদের দেখতে না পায়। আর এখন দুর্নীতিবাজরা প্রকাশ্যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। এখন তারা দুর্নীতিকে দুর্নীতি মনে করে না। আগেকার দিনে দুর্নীতিবাজকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হতো। কারণ তাদের সংখ্যা খুবই কম ছিল। এখন ভালো মানুষ খুঁজে পেলে তাদের সেই ভাবে (আঙুল দিয়ে) দেখিয়ে দেওয়া হচ্ছে। কারণ সমাজে ভালো মানুষের সংখ্যা কমে গেছে। তাই, সমাজে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।

মঙ্গলবার (২ এপ্রিল) রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) স্মরণিকা ‘সুপথ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদকের সম্মেলন কক্ষে এই মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাকের সভাপতি জেমসন মাহবুব। বক্তব্য রাখেন- দুদক কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন, সচিব খোরশেদা ইয়াসমীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক ও র‌্যাকের সাবেক সভাপতি মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনটি সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর