1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোখবার

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ২০ মে, ২০২৪
  • ৬৭ পাঠক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহেতর ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবার। সোমবার (২০ মে) দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ঘোষণা দেন।

পাশাপাশি দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে ইরানের মন্ত্রিসভা। এদিকে আগামী ৫০ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন মোখবার।

ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘ইরনা’কে দেওয়া এক বিবৃতিতে আলি খামেনি বলেন, ‘আমি পাঁচ দিনের শোক ঘোষণা করছি এবং ইরানের প্রিয় জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। মোখবার নির্বাহী শাখা পরিচালনা করবেন এবং আইন ও বিচার বিভাগীয় শাখা প্রধানদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় নির্বাচনের আয়োজন করবেন।’

এদিকে প্রয়াত প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের দাফনকাজ তাবরিজ শহরে মঙ্গলবার (২১ মে) সম্পন্ন হবে। সূত্র: রয়টার্স এ বিবিসি

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD