December 15, 2025, 3:59 pm

রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে রংগন নাগরিক ডেভোলাপমেন্ট ফাউন্ডেশন

রাসেল খান, 373 View
Update : Thursday, June 6, 2024

ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে পিরোজপুরে ক্ষতিগ্রস্ত ও অসহায় দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন  রংগন নাগরিক ডেভোলাপমেন্ট  ফাউন্ডেশন ।

গতকাল বৃহস্পতিবার দুপুরেপিরোজপুরের নাজিরপুর এবং  ৭ নং সংকরপাসা ইউনিয়নের গোলাম হায়দার উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন রংগন নাগরিক ডেভোলাপমেন্ট ফাউন্ডেশনের।
ফাউন্ডেশনটির সভাপতি শিমুলি আক্তার নিলু, সিনিয়র সহ-সভাপতি রাসেল খান, সহ- সভাপতি আসাদুল হক হাজরাহিমন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আমান, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন রানা সোহেল, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশীদ রানার উপস্থিতিতে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাসেল খানের বক্তব্যে বলেন, প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে পিরোজপুরে ব্যাপক ধ্বংশযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এতে এ অঞ্চলের মানুষের ক্ষতির পাশাপাশি গাছ পালা ও প্রাণীকূলের অপূরণীয় ক্ষতি হয়েছে। মানুষের জানের ক্ষতি না হলেও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ মহাবিপদের সময় সরকারের পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছে রংগন নাগরিক ডেভোলাপমেন্ট ফাউন্ডেশন।

এসময় এক হাজার ৫শ জন অসহায়দের মাঝে তেল, চাল, চিনি, লবন, চিড়া, নুডুলস, টোস্ট ও ডাল বিতরণ কর হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমান বলেন, আমরা আপনাদের পাশে দাড়াতে পেড়ে নিজেদের অনেক ধন্য মনে করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবের আমরা যেন যেকোন প্রাকৃতিক দুর্যোগে আপনাদের পাশে দাঁড়াতে পারি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর