November 14, 2025, 12:11 am

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বচ্যাম্পিয়ন ভারত

Reporter Name 271 View
Update : Sunday, June 30, 2024

টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন পেল বিশ্ব। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৩ বছর পর কোনো ট্রফি জয়ের স্বাদ পেল ভারত।

এদিন ভারতের দেওয়া ১৭৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের ইনিংস থেমেছে ১৬৯ রানে। ফলে ৭ রানের জয় নিয়ে ১৭ বছর পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুললো রোহিত শর্মার দল।

বার্বাডোজে উৎসবের মঞ্চ আগেই সাজিয়ে রেখেছিল ভারত। ১৭৬ রানের শক্ত সংগ্রহ তারা দাঁড় করায় ফাইনালের মঞ্চে। বল হাতে শুরুটাও ছিল চ্যাম্পিয়নদের মতোই। মাঝে কুইন্টন ডি কক আর হেনরিখ ক্লাসেন দাঁড়ালেন দেয়াল হয়ে। এমনকি দক্ষিণ আফ্রিকার জয়টাও ছিল সময়ের ব্যাপার।

কিন্তু দক্ষিণ আফ্রিকার নামের পাশে যে লেগে আছে চোকার্স তকমা। ২৪ বলে ২৬ রানের সমীকরণটাই আর মেলানো হয়নি তাদের। আর্শদ্বীপ সিং আর জাসপ্রিত বুমরাহ একের পর এক ডট ডেলিভারিতে চাপ বাড়িয়েছেন। সঙ্গী ছিলেন হার্দিক পান্ডিয়া। স্নায়ুচাপের লড়াইয়ে জয় হলো ভারতেরই।

শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার ওই ওভারের প্রথম বলেই বাউন্ডারি লাইনে মিলারকে দুর্দান্ত এক ক্যাচে ফেরালেন সুর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হয়ে গেল সেখানেই। শেষ ওভারে এলো ৮ রান। ব্যর্থ হলো হেনরিখ ক্লাসেনের ২৭ বলে ৫৪ রানের দুর্দান্ত সেই ইনিংস। ৭ রানের জয়ে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর