August 3, 2025, 8:08 pm

নরসিংদীতে জেলে তাণ্ডব পলাতক আরেক জঙ্গি গ্রেপ্তার, ৪৮১ বন্দির আত্মসমর্পণ

Reporter Name 110 View
Update : Friday, July 26, 2024

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে কারাগার পালানো দুই নারীসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া ৪৮১ জন বন্দি আত্মসমর্পণ করেছেন।

পুলিশ সুপার কার্যালয়ে শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে দুষ্কৃতকারীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। অস্ত্র ও গোলাবারুদ লুট করে। এই প্রেক্ষাপটে ১৯ জুলাই ৮২৬ বন্দি পালিয়ে যান।

সংবাদ সম্মেলনে নরসিংদীর সার্বিক পরিস্থিতি তুলে ধরে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নরসিংদীতে যেসব স্থানে নাশকতা চালানো হয়েছে, বেশির ভাগই সরকারি স্থাপনা। এসব হামলা কোনো ব্যক্তির ওপর নয়। শুধু রাষ্ট্রের ক্ষতি করার জন্যই এসব পরিকল্পিত হামলা চালানো হয়। এসব হামলায় জেলা পুলিশের চারজন গুরুতর আহতসহ মোট ৩৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। নরসিংদীর পৃথক স্থানে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলায় ১৮৪ জন নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, নরসিংদী কারাগার থেকে লুট করা ৮৫ অস্ত্রের মধ্যে ২০টি চায়না রাইফেল, বাংলাদেশি রাইফেল ১৫টি, শটগান ১০টিসহ গত পাঁচ দিনে ৪৫টি অস্ত্র উদ্ধার এবং ৭ হাজার গুলির মধ্যে ১ হাজার ৯১টি উদ্ধার করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর