August 3, 2025, 8:57 am

উত্তরখানে সাংবাদিকের উপর দূর্বৃত্তদের হামলা 

নিজস্ব প্রতিবেদক, 206 View
Update : Tuesday, August 6, 2024

উত্তরখানে মদ পানে ৩ জনের মৃত্যু শিরোনামে গত চার মাস পূর্বে নামধারী যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের করায় দৈনিক ইনকিলাব পত্রিকার উত্তরা প্রতিনিধি এবং উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ’র উপর হামলা চালায় দূর্বৃত্তরা। হামলার ঘটনায় গুরুত্বর আহত হন তিনি।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার রাত ১১ টার দিকে বাড়িতে যাওয়ার পথে উত্তরখানের মাজার চৌরাস্তা সংলগ্ন এলাকায় উপর হামলা চালায় দূর্বৃত্তরা। ৮/১০ জনের একটি হামলাকারী দল পিছন থেকে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় দূর্বৃত্তরা তার মাথায়, ঘাড়ে, বুকে পিঠে এলোপাতাড়ি কিল ঘুষি মারে এবং তাদের হাতে থাকা লোহার রড দিয়ে হাতে পায়ে আঘাত করেন। এতে তার সারা শরীর নিলা ফুলা জখম হয় এবং মাথার পিছনে ও ঘারে কেটে যায়। আহত আবস্থায় এলাকা লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রধান করান । জানা যায়,গত ২ সপ্তাহ যাবত শিক্ষার্থীদের আন্দোলনে তিনি ছাত্র- জনতার পক্ষে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে আসছে। এছাড়াও প্রতিদিন তিনি শ্ব-শরীরে রাজপথে থেকে ছাত্র জনতার পক্ষে সংবাদ সংগ্রহ করেন।
জানা যায়, গত চার মাস আগে দৈনিক ইনকিলাব পত্রিকায় উত্তরখান ফুজিরবাতান এলাকায় মাদক ব্যবসায়ী নামধারী যুবলীগ নেতা শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সেখানে উল্লেখ করেন শামিমের বানানো মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে এমন সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর থেকে তারা তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। মাসুদ পারভেজ বলেন, তিনি ধারণা করছেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তারা আজ রাজনৈতিক ফায়দা নিয়ে দায় এড়াতে লোক ভাড়া করে তার উপর এমন হামলা করেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর