August 4, 2025, 3:35 am

শেখ হাসিনার পদত্যাগ সহ নেতাকর্মীদের মুক্তি দেয়ায় তুরাগের রাস্তায় মানুষের উল্লাস

রাসেল খান 370 View
Update : Tuesday, August 6, 2024

শেখ হাসিনার পদত্যাগে সহ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সহ সকল নেতাকর্মীদের মুক্তিতে রাজধানীর তুরাগের রাস্তায় উল্লাসে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী মোস্তফা জামানের নেতৃত্বে তুরাগে একটি আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। এসময় তুরাগ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ আনন্দ মিছিলে অংশ নিতে দেখা যায়। রাস্তায় ট্রাকের মধ্যে গান বাজিয়ে উল্লাস করতে দেখা যায় অনেককে। পুরো তুরাগ এলাকা জনস্রোতে পরিণত হয় বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী মোস্তফা জামান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দেশে কোন ভাঙচুর করা যাবে না, এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ।  সকল নেতাকর্মীদের কাজ করতে হবে উন্নয়নের জন্য।  কোন প্রকার হানাহানিতে না জরানোর অনুরোধ করেন তিনি।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ তুরাগ থানা এবং উত্তরা পূর্ব থানা, পশ্চিম থানার বিএনপির এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় নেতা কর্মীরা বলেন দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা দেশটিতে একনায়কতন্ত্র কায়েম করেছে। সারাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে তিনি টিকতে না পেরে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তাই আমরা মনে করছি এদেশ স্বৈরাচার মুক্ত হলো। এবং স্বাধীন হলো।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর