August 11, 2025, 3:04 am

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম

Reporter Name 116 View
Update : Wednesday, August 14, 2024

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে শফিকুল আলমকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রেস সচিব হিসেবে শফিকুল আলমের নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শফিকুল আলম, বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান হিসেবে এতদিন দায়িত্ব পালন করে এসেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে। যেখানে সচিব পদমর্যাদার সঙ্গে তার মূল বেতন হবে ৭৮ হাজার টাকা। তবে সচিবদের মতো অন্যান্য সুবিধাও পাবেন তিনি। প্রেস সচিব হিসেবে শফিকুল আলমের মেয়াদকাল হবে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে।

উল্লেখ্য, সাংবাদিক শফিকুল আলম দুই দশক ধরে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে কাজ করছেন। এর আগে সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিলেন নাঈমুল ইসলাম খান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর