August 2, 2025, 4:32 am

আ. লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়: ফখরুল

Reporter Name 133 View
Update : Wednesday, August 14, 2024

আওয়ামী লীগ যখন জনগণের সামনে দাঁড়াতে পারে না তখন হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। এটা হচ্ছে তাদের একটি হিংস্র খেলা। যখন তারা আন্দোলনে হেরে যায় তখনই তারা বলবে, হিন্দু ভাইদের ওপরে নির্যাতন করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতনের পর তার দোসররা এই দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা ভুলে গেছে তাদের নেত্রী জনরোষের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা এই দেশ ও দেশের মানুষের ওপর অনেক নির্যাতন ও শোষণ, লুটপাট করেছে যে দেশের কোনো মানুষ আর তাকে চায় না।

মেগাপ্রজেক্টে ও উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে নিজেদের পকেটে ঢুকিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের এই দুঃশাসনের সময়ে বিএনপির হাজারো নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার, অত্যাচার, গুম খুন করা হয়েছে। কিন্তু তার পরও এই দেশের মানুষ হাল ছেড়ে দেয়নি। তারা হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করেছে, রাস্তায় নেমে এসেছে।

এই আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ শত শত নিরীহ ছাত্র-জনতাকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। সর্বশেষ ছাত্র-জনতার হাতে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা। সেই সঙ্গে তার দোসররা যারা হাজার কোটি টাকা লুট করেছে তারাও পালিয়েছে। অনেকে পালাতে পারেনি, তারা বিভন্ন স্থানে লুকিয়ে আছে। এ বিষয়ে বিএনপি অনেক আগেই বলেছে পালিয়েও কোনো লাভ হবে না।

মির্জা ফখরুল বলেন, ‘ব্রিটেন, আমেরিকাসহ কোনো দেশ শেখ হাসিনাকে ঠাঁই দিতে রাজি হয়নি। ভারত তাকে রাখতে চাইছে না। এখন তিনি সেখান থেকে নতুন চক্রান্ত, ষড়যন্ত্র শুরু করেছেন।’

তিনি বলেন, ‘হাজার বছর ধরে এই বাংলাদেশের মাটিতে হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি, একে অপরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করি। কিন্তু তারা পরাজিত হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এখন প্রমাণ করতে চাইছে এই দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করতে চাইছে। বিএনপি পরিষ্কার করে বলতে চায়, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে যে পরিস্থিতি সৃষ্টি হয় তা ধর্মীয় নয়, তা রাজনৈতিক।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘গত ১৫ বছরে এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। তরুণরাই এই দেশের শক্তি, তারা জেগে উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের হাত ধরেই দানবের পতন হয়েছে এবং বাংলাদেশ মুক্ত হয়েছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর