December 11, 2025, 10:41 am

২০১৯ কোপা আমেরিকাতে অংশ নিবে যে ১২ দল

Reporter Name 179 View
Update : Wednesday, October 3, 2018

২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় ট্রুনামেন্ট কোপা আমেরিকা। এবারের কোপা আমেরিকার আয়োজক দেশ ব্রাজিল। আগামী বছর জুন মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে এই ট্রুনামেন্ট। চলছে পরের মাসের সাত তারিখ পর্যন্ত।

এবারের ব্রাজিল কোপা আমেরিকায় অংশ নিবে ১২টি দল। এরমধ্যে ১০টি দল ল্যাতিন আমেরিকার। বাকি দুটি দল আমন্ত্রীত।

যদিও এবারের কোপা আমেরিকা ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পর্তুগাল ও স্পেনের যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু এই চারটি দল না আসায় ১২টি দল নিয়েই অনুষ্ঠিত হবে এই ট্রুনামেন্ট।

কোন ১২টি দল অংশ নিবে?

আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনিজুয়েলা, কাতার ও জাপান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর