August 3, 2025, 9:02 am

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

Reporter Name 114 View
Update : Sunday, September 1, 2024

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। রোববার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো. রেজাউল মওলা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিরোজপুর থেকে ছেড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর