October 23, 2025, 5:49 am

চাঁপাইনবাবগঞ্জে সমন্বয়ক শহীদুল্লাহর ওপর দুর্বৃত্তের হামলা

Reporter Name 134 View
Update : Sunday, September 8, 2024

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মো. শহীদুল্লাহর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলাধীন কসবা ইউনিয়নের খড়িবোনা বেলপুকুর মোড়ে লাঠি-রড নিয়ে অতর্কিত হামলা করে তারা। আহত শহীদুল্লাহ জেলার নাচোল উপজেলার খড়িবোনা (পাইকড়া) গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে। তিনি রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য।

জানা যায়, সকালে লাঠি-রড নিয়ে সমন্বয়ক শহীদুল্লাহর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শহিদুল্লাহকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়রা জানান, গত ১৯ আগস্ট নিজ এলাকার ড্রেনের কাজ সঠিক ভাবে করা হয়নি, এমন অভিযোগ এনে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রতিবেশী ইউসুফের সঙ্গে শহিদুল্লাহর বাগবিতন্ডা হয়। ওই বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। এ ঘটনার নাচোল থানায় অভিযোগ করেন সমন্বয়ক মো. শহীদুল্লাহর ভাই সালাউদ্দিন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর