কারিগরি ত্রুটি:আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার ৯টা ৪৫ মিনিট থেকে এই চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচলক মোহাম্মদ আবদুর রউফ।
জানা গেছে, ত্রুটি সারাতে দেড় ঘণ্টার মতো সময় লাগতে পারে। সেই হিসাবে বেলা সোয়া ১১টা থেকে ফের মেট্রোরেল চলাচল করার কথা রয়েছে।
তবে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত আজ সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।