August 5, 2025, 12:07 am

শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না: তথ্য উপদেষ্টা

Reporter Name 115 View
Update : Wednesday, October 16, 2024

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের বিভিন্ন দিবসগুলো জাতীয় দিবসের নামে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, এখন নতুন দিবসও যুক্ত হতে পারে। যেহেতু নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করা হচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তথ্য উপদেষ্টা বলেন, ৭ মার্চ গুরুত্বপূর্ণ দিবস, তবে জাতীয় দিবস হবার মতো না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে। তারা শেখ মুজিবের মূর্তি করে পূজা শুরু করেছিল। তবে ৭ মার্চ তো আমরা নিশ্চিহ্ন করে দিচ্ছি না।

নাহিদ ইসলাম বলেন, শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না। এই ভূখণ্ডে অনেকেরই ভূমিকা আছে, লড়াই আছে। শেখ মুজিবের বিষয়টি চাপিয়ে দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৬ বছরে মাঠ প্রশাসনে রেজিম তৈরি করা হয়েছে। সেটিকে পরিবর্তন করা হচ্ছে। চাইলেই সবাইকে বাদ দেওয়া যায় না। পর্যায়ক্রমে পরিবর্তন আনা হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর