August 21, 2025, 2:40 pm

আজ সায়েন্সল্যাবে সকাল-সন্ধ্যা ব্লকেড

Reporter Name 213 View
Update : Wednesday, October 30, 2024

রাজধানীর সাইন্সল্যাবে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৩ দফা দাবিতে বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সায়েন্সল্যাবে ব্লকেড কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন বক্তব্য দেন সাত কলেজ আন্দোলনের ঢাকা কলেজ প্রতিনিধি আব্দুর রহমান।

সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না করলে আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত শনিবার তারা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা গতকাল পার হয়েছে। এ পরিস্থিতিতে আজকে তারা সড়কে নামেন।

সাত কলেজ শিক্ষার্থীদের তিনদফা দাবিগুলো হলোঃ
১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।
২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবেন।
৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোন সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর