January 13, 2026, 9:09 am

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, বাংলাদেশি নিহত

Reporter Name 234 View
Update : Sunday, November 3, 2024

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে হতাহত হন অনেকে।

শনিবার (২ নভেম্বর) নেতানিয়াহু বাহিনীর এই হামলায়ই প্রাণ হারিয়েছেন নিজাম।

বৈরুতে বিমান হামলায় নিহত মোহাম্মদ নিজাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা বলে নিশ্চিত করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা গেছে, শনিবার দাহিয়া নামক এলাকায় ইসরায়েলি বাহিনী যখন বিমান হামলা চালায়, তখন নিজাম সেখানকার একটি কফি শপে ছিলেন। হামলার পর ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাউন্ট লেবানন হাসপাতালে। সেখানে মর্গে তার মৃতদেহ রাখা আছে বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

লেবাননে ইসরায়েলি হামলার পর অনেক প্রবাসী বাংলাদেশি বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। দেশটির বিভিন্ন জায়গায় বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে দূতাবাস। তবে ইসরাইলি বিমান হামলার কারণে তা কঠিন হয়ে পড়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর