আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন মিঠুন
সময়টা বেশ ভালো যাচ্ছে মোহাম্মদ মিঠুন। হঠাৎ করেই এশিয়া কাপের দলে অন্তর্ভুক্তি থেকে শুরু করে ব্যাট হাতেও বেশ ভালো সময় পার করছেন তিনি। আর ভালো সময়ের প্রতিদান হিসেবেই পেলেন এবার আরো একটি সুখবর।
চলতি মাসের ৫ তারিখ থেকে দুবাইয়ে পর্দা ওঠতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর। নিলামে দল না পেলেও আজ মোহাম্মদ মিঠুনকে দলে ভিড়িয়েছে কান্দাহার নাইটস।
শুধু মিঠুন নয় এই দলের হয়ে বাংলাদেশের আরো ২ জন খেলোয়ারও প্রতিনিধিত্ব করবেন। তারা ২ জন হচ্ছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।
এপিএলের প্রথম আসরে এর আগে নিলাম থেকে দল পান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুই ক্রিকেটারকেই দলে ভেড়ায় নঙ্গরহার। হাতের ইঞ্জুরির জন্য প্রতিযোগিতাটি শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তামিমের। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার মুশফিকদের বিপক্ষে লড়বে নিলামের বাইরে থেকে ডাক পাওয়া তাসকিন-সৌম্যরা।
এপিএল ২০১৮ আসরের জন্য কান্দাহার নাইটসের স্কোয়াড: ব্রেন্ডন ম্যাককালাম, আসগর আফগান (অধিনায়ক), পল স্টারলিং, তাইমাল মিলস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, কেভিন ও’ব্রায়ন, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, হামজা হোতাক, করিম সাদিক, সৈয়দ শিরজাদ, মোহাম্মদ নাভীদ, ওয়াকার, আব্দুল বাকী, ওয়াহেদ শাফাক, ওয়াকারুল্লাহ ইশাক এবং নাসির জামাল।









