August 5, 2025, 1:42 pm

সিরিয়ায় ৯ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

Reporter Name 131 View
Update : Tuesday, November 12, 2024

গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার দুটি স্থানে মোট ৯টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার এই লক্ষ্যবস্তুগুলো ইরানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানায়।

মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই আক্রমণটি গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো একাধিক হামলার জবাবে করা হয়েছে।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরাক ও সিরিয়ায় আইএস নির্মূলের অভিযানে যুক্ত থাকা মার্কিন ও সহযোগী বাহিনীর ওপর ভবিষ্যৎ হামলার সক্ষমতা হ্রাস করতেই এই আক্রমণ চালানো হয়েছে। তাদের মতে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকের মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল, যা তাদের অবকাঠামো লক্ষ্য করে চালানো এই বিমান হামলার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আক্রমণ চালায়। এর আগে ফেব্রুয়ারিতেও সিরিয়া ও ইরাকের ৮৫টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করেছিল। সেসময়ও মার্কিন সেনাদের ওপর আক্রমণের জবাবে এই আক্রমণ চালানো হয়।

বর্তমানে সিরিয়ায় প্রায় ৯০০ ও ইরাকে আড়াই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা মূলত স্থানীয় সামরিক বাহিনীকে আইএসের পুনরুত্থান প্রতিহত করতে সাহায্য করছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর