August 2, 2025, 6:29 pm

বাংলাদেশে সংখ্যালঘুরা শান্তি-সস্তিতে আরামে আছেন- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

Reporter Name 165 View
Update : Thursday, December 5, 2024

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারা পৃথিবী তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু জনগণ শান্তি-সস্তি ও আরামের ভিতরে আছেন। আমরা ক্ষমতায় আসারপর বারবার বলেছি কোন সংখ্যালঘুর বাড়ি ঘরে যদি কেউ আক্রমন করে, কোন ধর্মীয় উপাসনালয় যদি কেউ অপবিত্র করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে তা নিয়েছি এবং নিচ্ছি, কেউ মিথ্যা প্রচার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সুবিধা নিতে পারবে না।

বুধবার(৪ ডিসেম্বর) রাতে নরসিংদীতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার আয়োজনে মাধবদী পৌর শহরে এসপি স্কুল মাঠে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাধবদীর ইতিহাসে ইসলামী সম্মেলনে এই প্রথম জনসমুদ্রে পরিণত হয় এসপি স্কুল মাঠ প্রাঙ্গণ। এ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও মাধবদী উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মকবুল হুসাইন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মামুনুল হক, আল্লামা নুরুল ইসলাম ওলিপূরী, মাধবদী থানা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান (দা.বা), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা শওকত হোসেন সরকার, মুফতি ইছাহাক কামাল সহ দেশের খ্যাতিমান ইসলামিক বক্তাগণ।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আরো বলেন, ভয়েজ অব আমেরিকার একটি জরিপে উঠে এসেছে বাংলাদেশে আগের তুলনায় এ দেশের হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান এবং পাহারী গোষ্ঠী মানুষ শান্তি-সস্তি আরামে আছেন। তারপরও বাহিরে নানা মিথ্যা প্রচারণা চালায়। কিন্তু আমরা এসব অপপ্রচার রোখে, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, দায়িত্ব নেয়ার পর হজের সিন্ডিকেট ভেঙ্গে প্রতি প্যাকেজে ১লাখ টাকা কমিয়েছি। এছাড়া গতকালও হজের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি যেন হজের প্যাকেজের টাকা আরও কমানোর হয়।

এছাড়া তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় স্থায়ী ভাবে থাকতে আসিনাই, আগামী দিনে যারা আসবে তাদের পথ সুগম করতে এসেছি, রাত দিন আমরা পরিশ্রম করছি। দেশ দ্রুত সংস্কার হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করছে। তিনি নির্বাচন দিয়ে দায়িত্বে থেকে সরে যাবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর