August 21, 2025, 7:25 am

যুদ্ধের প্রভাবে গাজার জনসংখ্যা কমেছে ৬ শতাংশ

Reporter Name 153 View
Update : Thursday, January 2, 2025

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ১৫ মাস ধরে হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো পিসিবিএসর এক তথ্য বলা হয়েছে, হামলায় ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর (পিসিবিএস) এবং আল-জাজিরা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গাজা ছেড়ে চলে গেছে প্রায় ১ লাখ ফিলিস্তিনি। চলমান যুদ্ধে গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৪৫ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এ ছাড়া ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। গাজার শাসক হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের বরাতে এসব তথ্য জানিয়েছে পিসিবিএস।

যুদ্ধ শুরুর পর থেকে ২১ লাখ বাসিন্দার গাজা উপত্যকার মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার কমে গেছে। এর অর্থ হলো, গাজা উপত্যকায় সামরিক ও বেসামরিক সব ধরনের মানুষের ওপর ইসরায়েলি বাহিনী ব্যাপক নৃশংস আগ্রাসন চালাচ্ছে।

পিসিবিএস হালনাগাদ তথ্যের বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের দেশের বদনাম করার উদ্দেশ্যে ফুলিয়ে-ফাঁপিয়ে ও কারসাজি করে এসব বানোয়াট তথ্য দেয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর