আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক: হাসনাত আবদুল্লাহ

আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে অযোগ্য শাসক আমাদের শাসন করবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম,খুন থাকবে।’
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বারে এক মাহফিলে তিনি এ সব কথা বলেন।
হাসনাত আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করলে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশ থেকে আলেম-ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম-ওলামাদেরকে জেলে ঢোকানো হয়।’
তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো।’